ভূমিকাঃ
বিশ্বজুড়ে ক্রিয়েটিভ মিডিয়া প্রফেশনালদের প্রথম পছন্দ অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট সার্ভিস ও graphic design । গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এনিমেশন, ফটোগ্রাফি, ইত্যাদি বিভিন্ন কাজের জন্য অ্যাডোবির সফটওয়্যারগুলোই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হয়।
আর এ কারণে এ জাতীয় পেশায় আগ্রহী যে কারো প্রথম পদক্ষেপ হওয়া উচিত নিজের ক্ষেত্রের অ্যাডোবি সফটওয়্যারের খুঁটিনাটি শিখে ফেলা।
বর্তমানে অনলাইনে কাজের অভাব নেই। যদি আপনার একটি নিদিষ্ট স্কিল থাকে । আর এই স্কিল অর্জন করার জন্য কোর্সের কোন বিকল্প নেই। তাই টেন মিনিট স্কুল আপনাদের জন্য নিয়ে আসলো গ্রাফিক্স ডিজাইনের প্রিমিয়্যার কোর্স
ইলাস্ট্রেটর, আফটার এফেক্টস, ফটোশপ ও প্রিমিয়ার প্রো শিখে নিজেকে গড়ে তুলুন একজন সফল ডিজিটাল মিডিয়া প্রফেশনাল হিসেবে।
কে কে থাকছেন এই কোর্সের জন্য?
১.Sadman Sadik
Education Content Creator;
Digital Media Strategist;
Author, 10 Minute School
২.James Prince Barai
Content Creator at YouTube for 6+ Years
Satellite Communication Engineer, Jamuna TV
৩. Mohammad Yeasir
Top Rated Illustrator, Concept Artist
Illustrator & Concept Artist, Founder of Spinxart
৪.Ruhul Amin
Motion Graphics Designer;
Animator;
Founder & CEO, Binarilink
কোর্সটি করে কি কি শিখবেন?
- graphic design এর মধ্যে ইলাস্ট্রেটর, ফটোশপ, আফটার এফেক্টস ও প্রিমিয়ার প্রো-র বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের খুঁটিনাটি।
- ইলাস্ট্রেটর ও ফটোশপ ব্যবহার করে গ্রাফিক ডিজাইনিং-এর ব্যবহারিক দক্ষতা অর্জনের বিভিন্ন কৌশল।
- আফটার এফেক্টস ও প্রিমিয়ার প্রো ব্যবহার করে ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্স।
graphic design কোর্সটি কাদের জন্য তৈরি করা হয়েছে?
- একজন সফল মিডিয়া প্রফেশনাল হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে আগ্রহী যারা
- যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে প্রফেশনাল ভিডিও এডিটিং স্কিলস আয়ত্ত করতে আগ্রহী
- যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ ব্যবহার করে গ্রাফিক ডিজাইনিং শিখতে চান
- যারা অ্যাডোবি আফটার এফেক্টস এর ব্যবহার শিখে মোশন আর্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান
ক্লাস করার জন্য প্রয়োজন হবেঃ
- ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
- স্মার্টফোন অথবা পিসি
রিলেটেড কোর্স:
আমার এই ওয়েবসাইটে আরো কিছু কোর্স যেমনঃ;
শেষ কথাঃ
তাই নতুন বছরে মিডিয়া প্রফেশনাল হিসেবে স্কিল তৈরির কমপ্লিট সলিউশন হিসেবে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “Adobe 4 in 1” graphic design এর বান্ডেল কোর্স। অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুটের সবচেয়ে চাহিদাসম্পন্ন এই চারটি সফটওয়্যার শিখে চাকরিক্ষেত্রে কিংবা ফ্রিল্যান্সিং-এ নিজেকে এগিয়ে রাখতে আজই এনরোল করুন
Leave a Reply